বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে দিদার- সাইফুল, পৌরসভায় গিয়াস-জাফর পরিষদ নির্বাচিত : শেখ হাসিনাকে হত্যা চেষ্টার দায়ে তারেক রহমানকে দেশে এনে বিচারের আওতায় আনা উচিত -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ৯নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রীবার্ষিক সম্মেলন ২ নভেম্বর শনিবার সকাল ১১টায় মিঠাছরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি রবিউল হোসেন এর সভাপতিত্বে ও বিদায়ী সাধারন সম্পাদক ফারুক আহমেদ এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্য প্রদান কালে সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন শীঘ্রই আসছে বঙ্গবন্ধুর জন্মজয়ন্তিরা বছর। এই উপলক্ষে মীরসরাইয়ের অর্থনৈতিক জোন এলাকায় একটি মুজিব মঞ্চ নির্মান করা হবে। তিনি বলেন সেই ২১ আগষ্ট আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দাতা হিসেবে তারেক রহমানকে দেশে এনে বিচার করা এখন সময়ের দাবী। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে সেই একই চক্র আমাদের নেত্রীকে হত্যার চেষ্টা করেছে। আর তাই এর বিচার এই দেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয় তুলে ধরে বলেন মীরসরাইয়ের অলস ছাড়া সকল মানুষ কাজ পাবে। বিশ্বের কাছে মীরসরাই একটি দৃষটান্তমূলক ব্রান্ড হবে। মহামায়ার সুফল নিয়ে তিনি বলেন একসময় মানুষের বাড়ি ঘর বালু ও পানিতে তলিয়ে যেত। আর এখন ক্ষতি হচ্ছে না বরং চাষাবাদ হচ্ছে। এভাবেই আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা খুরশিদ আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোস্তফা মানিক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান, জেলা ছাত্রলীগ সভাপতি তানভির হোসেন তপু প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শেখ আতাউর রহমান সকলের সমর্থনের প্রেক্ষি সামছুল আলম দিদারকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক ঘোষনা করেন। আবার বিকেলে মীরসরাই পাইলট স্কুল মাঠে পৌরসভার সম্মেলনে সাবেক সভাপতি গিয়াস উদ্দিনকে সভাপতি ও সাবেক সেক্রেটারী জাফর ইকবাল কে সাধারন সম্পাদক পূনঃ নির্বাচিত করা হয়।