শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ঃ

“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার” এই স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মীরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২৭, ২৮, ২৯ তারিখ ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উপজেলা পরিষদ চত্তরে উদ্বোধন করেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

উক্ত ৩দিন ব্যাপী মেলায় ১০ টি স্টল অংশ গ্রহন করে। মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উম্মুক্ত রাখা হয়।

উক্ত মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ , উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান, মীরসরাই থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির, উপ-সহকারী কৃষি অফিসার কাজী নুরুল আলম, ১নং করেরহাটের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ৮নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ৯নং চেয়ারম্যান এমরান উদ্দিন, ১৩নং মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী, ১১নং মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোছাইন মাষ্টার, ৬নং ইছাখালী চেয়ারম্যান নুরুল মোস্তফা, ১০ নং মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের, ১৫ নং চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ সহ প্রমুখ।