বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় জোরারগঞ্জ থানার এসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্তিত খাঁন সিটি সেন্টারের দক্ষিণে ধানী জমি থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সংঘবদ্ধ ডাকাতরা এসময় মহাসড়ক ও এর আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটককরে থানায় নিয়ে আসে। এসময় আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। আটককৃত ডাকাতরা হল- জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ মেহেদেী নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সাইদুল ইসলাম আজাদ (১৯), ইসলামপুর গ্রামের নুরুল হকের ছেলে মো. শাকিল খান (১৯), মধ্যম আজম নগর গ্রামের সালা উদ্দিনের ছেলে মো. নুর উদ্দিন হোসেন প্রকাশ হৃদয় (১৮) এবং পূর্ব হিঙ্গুলী তালতলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান (১৮)। এসময় আটকৃতদের জিম্মায় থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি ছুরি ও ২ টি লোহার রড উদ্ধার করা হয়। এবিষয়ে পুলিশ বাদী হয়ে দন্ডবিধির ৩৯৯ ও ৪০২ দ্বারায় জোরারগঞ্জ থানায় একটি মামলা (২২) দায়ের করেছে।