বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ট্রাক সহ ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ী আটক

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পাচার করার সময় মীরসরাই উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে ট্রাকসহ ১ কোটি ৩০লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার করেছে র‌্যাব ৭ এর ফেনীর একটি দল। বুধবার (১৪ জুন) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকা থেকে শাড়ীগুলো উদ্ধার করা হয়। র‌্যাব ৭ ফেনী ক্যাম্পের লেঃ কর্নেল শাফায়াত জামিল ফাহিম এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ভারতীয় শাড়ীগুলো চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিলো মীরসরাইয়ের ভারতীয় সীমান্তবর্তি করেরহাট ইউনিয়নের এরফান, স্বপন ও রাজুর নেতৃত্বে একটি সিন্ডিকেট।
র‌্যাব ৭ ফেনী ক্যাম্পের লেঃ কর্নেল শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই স্থানে অভিযান চালায় র‌্যাব। এসময় একটি ট্রাকসহ ২০ হাজার ৬শ’৯ পিছ ভারতীয় শাড়ী উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকা। চালক পালিয়ে যাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব।