শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইছাখালীতে আওয়ামীলীগ নেতার উপর হামলা :: থানায় পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নে আওয়ামীলীগ নেতার উপর হামলা করতে গিয়ে অপর এক চেয়ারম্যানপ্রার্থীর উপর হামলায় অন্ত:ত ৫ নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। আবার উভয় পক্ষ জোরারগঞ্জ থানায় পরস্পর পাল্টাপাল্টি অভিযোগ ও প্রদান করেছে।
হামলায় আহত ৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংযোগ সম্পাদক সাইফুল ইসলাম খোকন জানায় সোমবার ( ২৭ জুলাই) রাত ১০ টা নাগাদ ঝুলনপুল বাজারের দলিল লিখক আবু ছুফিয়ান এর চেম্বারে বসে লকডাউন কার্যকর করা নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী আবুল কাশেম এর সাথে আলোচনা কালে অতর্কিত অপর চেয়ারম্যানপ্রার্থী লন্ডনী মোস্তফা কয়েকজনকে সাথে নিয়ে এসে আমার উপর হামলা করে । এসময় সভাপতি মোস্তফা, ছানাউল্লাহ ও খোকন সহ অন্তঃত ৫ আওয়ামীলীগ নেতাকর্মী হতাহত হবার পর এসময় হামলা পাল্টা হামলা সহ ঘটনা আরো বৃহৎ রুপ লাভ করা কালে এলাকাবাসীর হস্তক্ষেপ এর ফলে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এই বিষয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা বলেন ফেসবুকে কিছু উদ্দেশ্যমূলক উক্তির জন্য উক্ত হামলা ও পাল্টা হামলার বিষয়ে আমি জেনেছি   যা অপ্রত্যাশিত। তবে এই বিষয়ে থানায় উভয় পক্ষ অভিযোগ দিয়েছে বলে জেনেছি তাই আমরা আইনগত সমাধান এর জন্য অপেক্ষা করছি। এই বিষয়ে ঘটনার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই সাজ্বাদ হোসেন বলেন মঙ্গলবার ( ২৭ জুলাই) সরেজমিনে অভিযোগ তদন্তে দেখা গেছে তুচ্ছ বিষয় নিয়েই সৃষ্ট বিবাদ পরস্পর বড় রুপ ধারনের চেষ্টা । তবে আমরা পরবর্তিতে এ নিয়ে আর কোন ঘটনার সৃষ্টি হলে আমরা কঠোর আইনগত উদ্যোগ নেয়া হবে। হামলায় আহত আওয়ামীলীগ নেতা খোকন বলে খুন করার উদ্যেশ্যেই হলি আর্টিজেন ষ্টাইলে ধামা ও দা ছুরি নিয়ে সেখানে আক্রমন করে। আমি এর উপযুক্ত বিচার চাই।