মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে চরশরত স্কুলে দুর্বার’র শিক্ষা বৃত্তি প্রদান

18035776_1063265880440072_658735271_n

নিজস্ব প্রতিনিধি:  মীরসরাইয়ের অবহেলিত জনপদ চরশরত এলাকার একমাত্র বিদ্যাপীঠ- চরশরত মডেল হাই স্কুল। এ স্কুলে বিগত চার বছরের ন্যায় এবারও কিছু সংখ্যক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও মেধা পুরস্কার প্রদান করে মলিয়াইশের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “দুর্বার প্রগতি সংগঠন”। ১৯ এপ্রিল বুধবার এ সংগঠনের শিক্ষা পরিষদের উদ্যোগে সমাজসেবক,শিক্ষানুরাগী অর্জুন দাশের পৃষ্ঠপোষকতায় ‘দুর্বার মধুসূদন শিক্ষাবৃত্তি-২০১৭’ এর অাওতায় এ স্কুলের ২১ জন শিক্ষার্থীকে বেতন বাবদ ১৮,৮৪০ টাকা, ৮ জন শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের সহায়ক বই ও ৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের অন্যতম উদ্যোক্তা ডা. পুজন বড়ুয়া, প্রধান শিক্ষক মুসলিম উদ্দীন, সংগঠনের অাজীবন সদস্য বিশিষ্ট ছাত্রনেতা ফরহাদ উদ্দীন, দৈনিক পূবর্দেশের মীরসরাই প্রতিনিধি সাংবাদিক এম অানোয়ার হোসেন ও সংগঠনের সভাপতি হাসান মো.সাইফ উদ্দীন।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার প্রসারে এ সংগঠন মলিয়াইশ, সুফিয়া ও চরশরত হাই স্কুলে দুর্বার মধুসূদন শিক্ষা তহবিল থেকে ১৫৪ জন শিক্ষার্থীর বেতন বাবদ ১,২১,১৬০ টাকা ও ১৩২ জন শিক্ষার্থীকে কাগজ-কলম প্রদান করে। এছাড়া সংগঠনের মাধ্যমে ১১৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন জ্ঞানমুলক বই বিতরণ, চরশরত স্কুলে ১০ জোড়া বেঞ্চ ও ১৫,০০০ টাকা অনুদানও দেয়া হয়। এসবের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে অায়োজন করা হয় কুইজ, বিতর্ক,গান,নাচ,চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার। মীরসরাইয়ে শিক্ষার উন্নয়নে জনপ্রিয় এ দুর্বার প্রগতি সংগঠনের এসকল কার্যক্রম ইতোমধ্যে সর্বত্র প্রশংসিত হয়েছে।