শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে গ্রামীণ জনপদে অদম্য-২০০৫ এর তালের আঁটি রোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি :

‘বজ্রপাত প্রতিরোধে তাল গাছের ভূমিকা অপরিসীম। পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে তালের আঁটি রোপণ কার্যক্রম সত্যিই প্রশংসার দাবী রাখে। অদম্য-২০০৫ এর এমন উদ্যোগ স্থানীয় জনসাধারণকে আরো বেশি সচেতন করে তুলবে বলেও আমার বিশ্বাস।’ কথাগুলো মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদের। মীরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন অদম্য-২০০৫ এর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শুক্রবার তালের আঁটি রোপণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘অদম্য-২০০৫ এর দেখাদেখি অন্যান্য সংগঠনগুলোরও পরিবেশ বান্ধব এসব কর্মকান্ড অব্যাহত রাখা উচিত।’

সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ সাজেদ জানান, ‘চলতি বছর উপজেলা কৃষি অফিস তালের আঁটি সরবরাহ করে আমাদের সহযোগিতা করেছেন। গ্রামীণ জনপদে তালের আঁটি রোপণ করার এই কাজটি সংগঠনের সদস্যরাও সাদরে গ্রহণ করেছে। ভবিষ্যতেও এটি অব্যাহত রাখার চেষ্টা করবো।’

আঁটি রোপণ উদ্বোধনকালে সংগঠনের অর্থ সম্পাদক মঞ্জুর আলম ভূইয়া ও মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ১০ নং মিঠানালা ইউনিয়নের ইউপি সদস্য জসিম উদ্দিন, সংগঠনের উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পাদক মফিজ উদ্দিন মিশু, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, নাজমুল প্রমুখ। পরে উপজেলার পশ্চিম রহমতাবাদ সড়কে তালের আঁটি রোপণের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। উল্লেখ্য, সংগঠনটি বিগত বছর প্রায় এক হাজার আঁটি লাগানোর পর এবারও আরো এক হাজার আঁটি রোপণ সম্পন্ন করেছে।