শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে গার্ল গাইডদের টেস্টকার্ড বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মীরসরাই থানা শাখার টেষ্ট কার্ড বিতরণ ও দীক্ষা দান কার্যক্রম গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার মীরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, সরকার হাট এন.আর উচ্চ বিদ্যালয় ও জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মোট ৪টি স্কুল থেকে ১২৫জন ছাত্রী উপস্থিত ছিল। সবার হাতে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর পক্ষ থেকে গাইড টেস্ট কার্ড প্রদান করা হয়। এই সময় ট্রেইনার চট্টগ্রাম শায়লা শাবরিন জুনিয়র ট্রেইনার বলেন, দীক্ষা দান এর মাধ্যমে গার্ল গাইডস্ এসোসিয়েশন এর সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। গাইড মেয়েরা কিভাবে নিজেদের প্রতিকুল পরিবেশে খাপ খাইয়ে চলবে তাদের মেধার বিকাশ, শিল্পকলা অন্বেষন করবে কিভাবে নেতৃত্বদান করবে। বাইরের জগৎ সম্পর্কে ঞ্জান অর্জন করবে এবং কিভাবে উন্নত মননশীল মানসিকতা গড়ে তুলবে সেটা একমাত্র গাইড এর মাধ্যমে শিখে থাকে।

এই সময় উপস্থিত ছিলেন মীরসরাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, মীরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, ট্রেইনার শায়লা শাবরিন, স্থানীয় কমিশনার নাছিমা আখতার, স্থানীয় সচিব বিলকিস আক্তার, সদস্য সাজেদা বানু, তপতী ভৌমিক সহ প্রমুখ।