বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে গান নৃত্যে আবৃত্তিতে প্রবালের বর্ষা উৎসব

নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাল’ এর উদ্যোগে গান, নৃত্য ও আবৃত্তিতে বর্ষা উৎসব উদ্যাপিত হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) বিকালে মীরসরাই প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মাষ্টার এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় শতাধিক শিল্পীর অংশগ্রহনে বর্ষা উৎসব উদ্যাপন করা হয়। প্রথমে দলীয় সংগীত ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা’ দেশাত্ববোধক গান ও ‘সোনার তরী’ কবিতাটি আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ‘একটুকু ছোঁয়া লাগে’ গানটি পরিবেশন করে জারিন তাসনিম শৈলী। রিপার কণ্ঠে ‘আলো আমার আলো’, মোহনার কণ্ঠে ‘সাগরের তীর থেকে’, অর্ণার কণ্ঠে ‘মায়ের দেয়া মোটা কাপড়’ গানগুলো পরিবেশন করা হয়। এরপর ‘মন মোর মেঘের সঙ্গী’ গানের তালে নৃত্যশিল্পী মৌনতা দেবী জুঁইর নৃত্য সকলকে মুগ্ধ করে। এরপর বিশিষ্ট সংগীতশিল্পী নুর ইসলাম গেয়ে শোনান ‘শাওন রাতে যদি’ ও ‘বকুল ফুল, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্দায়লি’ গান দুইটি। কবি ও সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ আবৃত্তি করেন কবি ময়ূখ চৌধুরীর ‘আগুন আগুন’ কবিতাটি । ‘মোমেরী পুতুল’ ও ‘প্রজাপতি প্রজাপতি’ গানের তালে ছোট্টবন্ধু দুষ্টু, মিষ্টি ও শ্রাবন্তীর নৃত্য সকলকে বিমোহিত করে। শিল্পী মো. জাফর উদ্দিন চৌধুরীর কণ্ঠে ‘আজি এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’, শিল্পী রণজিত ধরের কণ্ঠে ‘ আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’ গানটি উপস্থিত সকলকে মুগ্ধ করে। ছড়াকার শামীম খান যুবরাজ, ছড়াকার সাইফুদ্দীন মীর শাহীন, সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী ও গীতিকার বাহার মাসুক আবৃত্তি করেন স্বরচিত কবিতা ও ছড়া। শিশু শিল্পী তাছনোভা বিনতে কামাল, জারিন সুবাহ, সাবরিনা সুলতানা, রাফিয়া গেয়ে শোনান আধুনিক ও পল্লীগীতি। রাই কিশোরীর কণ্ঠে ‘বলি ও ননদী’ ও সুষ্মিতা দাশ ছড়াগান গেয়ে শোনান। নৃত্য শিল্পী রাফিয়া ইবনাত ও মিতুর নৃত্যে মুগ্ধ হয় সকলে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, নাছির উদ্দিন, ইমাম হোসেন, রিপন গোপ পিন্টু, সাহাব উদ্দিন, সানোয়ারুল ইসলাম রণি, কামরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আব্দুল মান্নান রানা, মিলন নাথ, শিল্পী মামুন প্রমুখ।