বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১ জনের মৃত্যু ও ২ জন আহত

নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলায় টিলার গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে একজন নিহত ও ২ জন আহত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুর দেড়টার সময় ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড়ের মস্তান নগর রেলওয়ে স্টেশন এলাকায় এঘটান ঘটে। জোরারগঞ্জ ইউনিয়নের স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুল হক জানান, শনিবার দুপুরে ঘটনাস্থলে জাতীয় গ্রিডের ১ লক্ষ ৩২ কে.বি লাইনের (ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক লাইনে) পাশবর্তি টিলায় ব্যক্তিগত গাছ কাটতে গিয়েছিল জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনাপাহাড় গ্রামের চৈতন্যেরহাট এলাকার মৃত বাছা মিয়ার ছেলে মো. মফিজুর রহমান (৫৫) এবং একই এলাকার মৃত আবদুল ওহাবের ছেলে দোস্ত মোহাম্মদ (৩২) ও বেলাল মিস্ত্রী (২৫)। এসময় তারা নিজস্ব গাছ লম্বা হওয়ায় গাছের ঢালপালা কাটার সময় একটি ঢাল বিদ্যুতের লাইনের উপর পড়লে ঘটনাস্থলেই মফিজ নিহত হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে তার দুই সহকর্মীও আহত হয়। এদের মধ্যে দোস্তা মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। ঘটনার সময় পল্লী বিদ্যুৎ বারইয়ারহাট আঞ্চলিক অফিসের লাইন নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা লাইনম্যান মো. জাফর ইকবাল জানান, ঘটনার সময় আমাকে জনৈক ব্যাক্তি ফোন করে আগুন লেগেছে মর্মে জানান। এসময় আমি পুরো এলাকায় লাইন বন্ধ করে দিয়েছি। পরে জানলাম গাছ কাটতে গিয়ে কয়েকজন হতাহত হয়েছে। তবে এটা পল্লী বিদ্যুতের কোন লাইন নয় এবং এটার সাথে পল্লী বিদ্যুতের কেউ জড়িত নেই। ঘটনার সত্যতা স্বীকার করে ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকছুদ আহমদ চৌধুরী বলেন, এঘটনায় ১ জন নিহত ও আরো ২ জন আহত হয়েছে বলে আমি শুনেছি। তবে বিস্তারিত জানি না।