শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে খেলা চলাকালীন সময় লোডশেডিং হওয়ায় বিদ্যুৎ অফিসে হামলা, ভাংচুর, আহত-৫

মীরসরাই প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবল খেলা চলাকলীন সময়ে লোডশেডিং হওয়ায় চট্টগ্রামের মীরসরাইয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিঠাছরা সাব-ষ্টেশন অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও বিদ্যুৎ অফিসের কর্মীদের মারধর করেছে বিক্ষুদ্ধ আর্জেন্টিনা সমর্থকরা। সুত্রে জানা যায়, আজ ভোর ৪টা থেকে আর্জেন্টিনা বনাম বসনিয়ার খেলা চলছিল। খেলার প্রথমার্ধ শেষ হলে, দ্বিতীয়ার্ধের শুরুতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এসময় উপজেলার দূর্গাপুর ইউনিয়ন থেকে একদল আর্জেন্টিনা সমর্থক মোটর সাইকেল যোগে পল্লী বিদ্যুতের মিঠাছরা সাব-স্টেশন অফিসে গিয়ে বিদ্যুতের লাইন দিতে বলে। এসময় বিদ্যুৎ অফিসে থাকা লাইনম্যান মিজানুর রহমান এবং হুসাইন মোহম্মদ এরশাদ’র সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদেরকে মারধর করে এবং ওই অফিস ভাংচুর করে যাওয়ার সময় দুই লাইনম্যানের মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। এসময় দুই লাইনম্যানসহ ৫ জন আহত হয় ।এব্যপারে জানতে চাইলে, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মীরসরাই জোনাল অফিসের ডিজিএম ছিদ্দিকুর রহমান জানান,ভোর রাতে সীতাকুন্ডতে প্রচন্ড ঝড়ের কারণে চট্টগ্রাম থেকে গ্রীড লাইন বন্ধ হয়ে যায়। ফলে এদিকেও বিদ্যুতের লাইন চলে যায়। এসময় দূর্গাপুর থেকে একদল আর্জেন্টিনা সমর্থক মোটর সাইকেল যোগে এসে দুই লাইনম্যানসহ অন্য কর্মীদের মারধর করে এবং অফিস ভাংচুর করে। অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে মীরসরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। এবিষয়ে মীূূরসরাই থানার ওসি ইমতিয়াজ এমকে ভুঁইয়া বলেন, মিঠাছরা বিদ্যুৎ অফিসে হামলার ব্যপারে বিদ্যুৎ কর্মকর্তা ছিদ্দিকুর রহমান আমাকে মুঠোফোনে জানিয়েছেন, তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।