বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ ধ্বংস, জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্ধ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৩টি মাছে আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আড়ৎগুলো হলো বারইয়ারহাট বাজারের কর্ণফুলী ফিশিং সেন্টার, মায়ের দোয়া মাছের আড়ৎ ও বাদশা মিয়া মাছের আড়ৎ। বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভা মাছ বাজারে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট কায়সার খসরুর নেতৃত্বে অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী ।
উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট কায়সার খসরু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌর মাছ বাজারে অভিযান চালানো হয়। এসময় তিনটি মাছের আড়তে জেলিযুক্ত প্রায় ৫৫০ কেজি চিংড়ি মাছ পাওয়া যায়। পরে স্থানীয় নর্দমায় কেরোসিন দিয়ে মাছগুলো ধবংস করা হয়।