শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি::
মীরসরাইয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে গত বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলা শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুভসংঘের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।এতে মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজে, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ও মীরসরাই উপজেলা শুভসংঘের সকল সদস্য শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।


শোভাযাত্রা শেষে কেককাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজের বাংলা প্রভাষক মো. নজরুল ইসলাম, সাংবাদিক মাহবুব রহমান পলাশ, শাহাদাৎ হোসেন চৌধুরী, শুভসংঘ উপজেলা শাখার সভাপতি সুভাষ সরকার, সহ-সভাপতি হোসাইন সবুজ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাঈম, যুগ্ম সম্পাদক আজিজ আজহার, সাংগঠনিক সম্পাদক সাদমান সময়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল আলম প্রান্ত, সমাজকল্যাণ সম্পাদক রাশেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন নাঈম, সদস্য ইকবাল হোসেন জীবন, জিহাদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, সাজেদুল ইসলাম সাকিব, বোরহান উদ্দিন। পরে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।