বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮১.৪৩% দাখিলে ৮৯.৯১%

নিজস্ব সংবাদদাতাঃ

মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় ৪৬টি উচ্চ বিদ্যালয়ের ৫ হাজার ৫’শ ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪ হাজার ৪’শ ৩২ জন। উপজেলায় গড়ে পাশের স্কুলে ৮১.৪৩% দাখিলে ৮৯.৯১%। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন পরীক্ষার্থী। দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৯জন পরীক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান জানান, উপজেলার ৪৫টি বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় ৫ হাজার ৪’শ ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪ হাজার ৪’শ ৩২ জন পরীক্ষার্থী। পাশের হার ৮১.৪৩%। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন পরীক্ষার্থী। উপজেলায় শতভাগ পাশ সহ ৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অর্জন করে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় (জেবি)। এদিকে দাখিল পরীক্ষায় ২৬ মাদরাসা থেকে ১ হাজার ৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করে ৯’শ ৬৩ জন। পাশের হার ৮৯.৯১%। জিপিএ-৫ পেয়েছে ৯ জন পরীক্ষার্থী। শতভাগ পাশ করেছে আবুতোব ফাযিল মাদরাসা ও মিঠাছরা ইসলামিয়া ফাযিল মাদরাসা।