বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে এইচএসসির প্রকাশিত ফলাফলে উপজেলায় প্রথম হয়েছে মহাজনহাট কলেজ

নিজস্ব প্রতিনিধি ঃ
সারাদেশে বুধবার ১৭ জুন দুপুরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফল। উক্ত ফলাফল ঘোষনার পর তা প্রতিটি জেলায় এবং উপজেলায় পাঠানো হয়। উক্ত প্রকাশিত ফলাফলে মীরসরাইয়ে ৬টি কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ। মহাজনহাট কলেজের প্রাপ্ত ফলফল ৯৩.৪৭% জিপিএ ৫- পেয়েছে ১২ জন। আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ-৯০.১২% জিপিএ ৫- পেয়েছে ৪ জন। নিজামপুর সরকারী বিশ^বিদ্যালয় কলেজ- ৬৩.৬২% জিপিএ ৫- পেয়েছে ৪ জন। বারইয়ারহাট ডিগ্রি কলেজ ৬৩.০৩%। মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজ ৪৮% জিপিএ ৫- পেয়েছে ১ জন এবং সর্বনি¤েœ আছে জোরারগঞ্জ মহিলা কলেজ ৩৬.৬২%। এদিকে মাদরাসাগুলোর পাশের হার ৯৫.৭৮% মোট জিপিএ ৫- পেয়েছে ৭ জন।