মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের শোকর‌্যালী ও আলোচনাসভা

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক শোকর‌্যালী সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়। শোকর‌্যালী উপজেলা সদর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা প্রাঙ্গনের আলোচনাসভা স্থলে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান এর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ও ইসমত আরা ফেন্সি, মীরসরাই থানার ওসি জাহিদুল কবির, জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, মীরসরাই থানার ওসি তদন্ত বিপুল দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ। আলোচনায় প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন জাতির জনককে যেসব ঘাতকরা হত্যা করেছে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। আজ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রুপান্তরিত হবার একমাত্র কারন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যার ত্যাগ আদর্শের লক্ষে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। তিনি এই দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর কন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যার জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগনের দোয়া কামনা করেন।