বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ইউসামের বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

14

14650363_683351148484619_4613937030643358470_n

নিজস্ব প্রতিনিধি : বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মীরসরাইয়ে। গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) জোরারগঞ্জ মহিলা কলেজ ও মহাজনহাট এফ. আর. স্কুল এন্ড কলেজে এসব কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে পড়ূয়া মীরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউসাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী। ইউসামের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলতাফ হোসেন রাজুর সঞ্চালনায় শিক্ষার্থীদের জন্য মোটিভেশনাল সেমিনার ও উপস্থিত কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, মহাজনহাট কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, নব জাগরণ পত্রিকার সম্পাদক ইলিয়াছ রিপন ।
উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরোয়ার হোসেন ভূঁইয়া, শামসেদ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রওনক হোসেন রানা, মুজাহিদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ মাহমুদ, পুলন
কুমার, সাখাওয়াত হোসেন, সালা উদ্দিন প্রমুখ।