বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ইউসামের ওয়েবসাইট উদ্বোধন ও ঈদ পূনর্মিলনী

নিজস্ব প্রতিনিধি ঃ

বাংলাদেশ বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত মীরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউসাম (ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মীরসরাই) ২৭ জুন সকাল ১০ টায় মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত মীরসরাইয়ের শিক্ষার্থীদের পূর্ণমিলনী,২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নবীন ৮০ জন শিক্ষর্থীকে সংবর্ধনা, বিশ^বিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় সেরা ফলাফল অর্জন করায় চার জন তুখোড় মেধাবীকে “ইউসাম স্টুডেন্টস অব দ্যা ইয়ার” ঘোষনা করা হয়। এছাড়া মীরসরাইয়ের ৬টি কলেজ ও ৪টি স্কুলে কুইজ বিজয়ী ৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করে ইউসাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষাথী ইউসাম উদোক্তা ও সমন্বয়ক আলতাফ হোসেন রাজু, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ নিপা। এতে সভাপতিত্ব করেন ইউসাম সমন্বয়ক চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য ডা. মো ইসমাইল খান, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী, আনসার ভিডিপি ব্যাংকের এমডি মোঃ জালাল উদ্দিন, ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইব্রাহিম, মীরসরাই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য শাহ আলম নিপু, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক তাপস কুমার ভৌমিক ও মো. সাইফুদ্দিন, কামরুল হাসান এফসিএ, বিসিএস ক্যাডার ডা. জয়নাল আবেদীন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জোবায়দুল ইসলাম সবুজ ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সৃজনশীল সমাজ ও উন্নত জীবন গঠনে ইউসামের চলমান কার্যক্রম আরো তরান্বিত করার আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে ইউসামে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। ঢাবি, চবি, রাবি, কুবি, নৌবিপ্রবি, বুয়েট, কুয়েট, চুয়েঠ, ঢামেক, চমেক, প্রাইভেট ও জাতীয় বিশ^বিদ্যালয় সহ অন্যান্য বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত মীরসরাই শিক্ষাথীদের মিলন মেলায় মেধাবীদের স্বর্গরাজ্যে পরিনত হয় মীরসরাই উপজেলা অডিটোরিয়াম।