বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ের বিভিন্ন স্থানে জন নিরাপত্তায় সেনা তল্লাসি

মীরসরাই প্রতিনিধি :: রাত পোহালেই বহুল কাংখিত একাদশ জাতীয় নির্বাচন । অন্ত নেই নানা উৎসাহ উদ্দীপনা ও উত্তেজনা উৎকন্ঠার। প্রার্থীদের প্রচার প্রচারনার শেষে এখন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতার অন্ত: নেই। পুলিশ, বিজিবি, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও এখন সাধারন জনগনের নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন স্থানে তল্লাসি করছে।
মীরসরাইয়ে নির্বাচনী দায়িত্বরত সেনা ক্যাম্প প্রধান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর ব্যাটালিয়ান কমান্ডার কর্ণেল শরীফ বলেন এখানে নির্বাচনী পরিবেশ বেশ সুষ্ঠই দেখতে পাচ্ছি। তবুও নিñিদ্র নিরাপত্তায় আমাদের নিয়মিত টহল সহ বিভিন্ন স্থানে তল্লাসি কার্যক্রম জোরদার করা হয়েছে। শুক্রবার ( ২৮ ডিসেম্বর) বিকালে মীরসরাইয়ের মস্তাননগর – জোরারগঞ্জ পুরাতন সড়কের বাইপাস মুখে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনগুলোকে তল্লাসি করছিল সেনাবাহিনী দল। এসময় দায়িত্বরত পেট্রোল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল খালেক বলেন নির্বাচন সুষ্ঠভাবে সমাপ্ত হওয়া পর্যন্ত প্রতিদিন আমাদের এই নিরাপত্তা তল্লাসি যে কোন সময় যে কোন স্থানে হতে পারে। এসময় প্রাইভেট কার, মাইক্রো বাস সহ দূরপাল্লার বাস ও তল্লাসি করে সেনাবাহিনীর পেট্রোল টিম।