বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে বই উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি ঃ প্রতিবছরের ন্যায় এবারও সারাদেশের মতো বই উৎসবের অপেক্ষায় রয়েছে মীরসরাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতিমধ্যে সব স্কুলের প্রধান শিক্ষকদের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে সরকারের দেয়া বিনামূল্যের বই। সবকিছু ঠিক থাকলে সারা দেশের মত মীরসরাইতে ও নতুন বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারির ১ তারিখই বই উৎসব হবে ।

মীরসরাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান জানান, মীরসরাইতে ইতিমধ্যে সবকটি বই এসে পৌঁছেছে। এখন বাকী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া।

তিনি আরো জানান, এবার উপজেলার ১৯১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬২টি বেসরকারি বিদ্যালয়ের জন্য বই এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী আমরা জানুয়ারির ১ তারিখ শিক্ষার্থীদের হাতে উৎসবের মাধ্যমে বই তুলে দেয়ার জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।