বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে নামের অদ্যাক্ষর পাল্টে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের চেষ্টার দায়ে ওয়ারেন্টভুক্ত প্রতারক আটক

mir bridho protarokনিজস্ব প্রতিনিধি ::মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন এর পূর্বমায়ানী গ্রাম থেকে প্রতারণার দায়ে ওয়ারেন্টভুক্ত আসামী ছেরাজুল ইসলাম ভূঞা (৭৪)কে আটক করেছে পুলিশ। নামের আদ্যক্ষর পাল্টে মৃত ভাই সেজে সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টার দায়ে ডিপি পুলিশের তদন্ত প্রেক্ষিতে আদালতের নির্দেশে আটক হয় উক্ত ব্যক্তি।
মীরসরাই থানার এএসআই মনির উদ্দিন জানান ধৃত প্রতারক জনাব ছেরাজুল ইসলাম এর বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট ছিল তাই গতকাল মঙ্গলবার ( ৯ মে) রাত প্রায় ১২টায় তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। স্থানীয় ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী জানান উক্ত প্রতারক ছেরাজুল ইসলাম তার অপর ভাই সিরাজুল ইসলাম এর মৃত্যুর পর ইতিমধ্যে নিজের ভোটার আইডি ও জন্মনিবন্ধনকে মৃত ভাইয়ের নামে ভূয়া পরিচয় পত্র তৈরী করে ভাইয়ের পরিবারের বিভিন্ন সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছিল। মৃত ভাই সিরাজুল ইসলাম এর প্রথম অক্ষর এর স্থানে নিজের ছেরাজুল ইসলাম এর স্থলে ’ ছে ’ এর স্থলে ’সি’ বসিয়ে ভাইয়ের সম্পত্তিগুলো নিজের নামের বলে দাবী করে দখলের চেষ্টা করছিল। এই বিষয়ে চট্টগ্রামের ডিবি পুলিশের তদন্তাধিন মামলার প্রেক্ষিতে চট্টগ্রামের চীফ জুডিশীয়াল ম্যাজিষ্ট্রেট এর পক্ষ থেকে তাকে আদালতে হাজির করার ওয়ারেন্ট এর প্রেক্ষিতে উক্ত অভিযুক্ত ব্যক্তিকে মীরসরাই থানা পুলিশ আটক করে।