মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে চুরির সরঞ্জাম ও মোটর সাইকেল সহ আটক চোরকে গনপিটুনি

নিজস্ব প্রতিনিধি :mirsarai-chor-hwmirsarai-chor-hw মীরসরাইতে ৫তলা ভবনে চাকুরিজীবির বাসা চুরিকালে লোহার রড, রেঞ্জ মেশিন, স্কু ড্রাইভার, থলে, ইত্যাদি ও চোরাই মালামাল নিয়ে পালিয়ে যাবার হোন্ডা মোটরসাইকেল সহ এক চোরকে আটক করে জনতা। এসময় উত্তেজিত জনতা গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে উক্ত চোরকে। ধৃত চোর ফেনীর সিলোনিয়া গ্রামের শরিয়ত উল্লাহর পুত্র কাদির ( ৩৮) বলে জানা যায়।
ঘটনার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার এসআই হাসান জানান বৃহ¯প্রতিবার ( ১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের স্থানীয় খবরিকা কার্যালয়ের নিকটস্থ প্রবাসি এহছানুল হক মিলন এর তায়েফ মঞ্জিলের ৫ তলায় উক্ত ঘটনা ঘটে। চুরি যাওয়া ফাটের ঔষধ কোম্পানীর চাকুরিজীবি মোরশেদ এর স্ত্রী ফাতেমা বেগম ঘরে তালা লাগিয়ে নিচের মুদি দোকানে প্রয়োজনীয় কাজে যায়। এই ফাঁকে বাসায় এসে তালা ভেঙ্গে প্রবেশ করে এই চোর। এসময় পাশের ফাটের মতিউর ও জাহাঙ্গির ঘটনা টের পেয়ে চোরকে সকল সরঞ্জাম সহ হাতে নাতে আটক করে। এসময় চোর চালাকি করে নিচে রাখা বাইকে করে পালিয়ে যাবার চেষ্টা করলে। সকলের চিৎকারে আসেপাশের লোকজন ছুটে এসে চোরকে গনপিটুনি দিতে থাকে। এক পর্যায়ে জনতা পুলিশে খবর দিলে মিরসরাই থানার এসআই হাসান এসে সকল সরঞ্জাম ও একটি মোটরসাইকেল সহ চোরকে ধরে নিয়ে জেল হাজতে প্রেরন করে। এই বিষয়ে মীরসরাই থানার জ্যোষ্ঠ পুলিশ কর্মকর্তা এসআই শফিকুর রহমান পিপিএম জানান উক্ত চোরের সাথে কোন সংঘবদ্ধ দল থাকতে পারে। আমরা আদালতে তার রিমান্ড আবেদন করে সকল তথ্য উৎঘাটনের চেষ্টা করবো ।