শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের মাঝে লায়ন্সের টিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি ::lions mirsarai 233jpg মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে ৫২ বান্ডিল টিন বিতরন করে লায়ন্স ক্লাব অব মিরসরাই । গত বৃহ¯প্রতিবার ( ১১ মে) দিনভর উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে লায়ন সদস্যবৃন্দ উক্ত টিন বিতরণ করেন।
লায়ন্স এর সাবেক গভর্ণর প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীর অর্থায়নে লায়ন্স ক্লাব অব মীরসরাই এর ব্যবস্থাপনায় উপজেলার ৯ নং মীরসরাই, ১৩ নং মায়ানী ও ১৪ নং হাইতকান্দি ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে ৫২ বান্ডিল টিন বিতরন করা হয়। এসময় সকল স্থানে স্বহস্তে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব মিরসরাই এর সভাপতি আলী হায়দার চৌধুরী, সাবেক সভাপতি এজেডএম সাইফুল ইসলাম টুটুল, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি লায়ন মাহবুবুর রহমান পলাশ, শান্তিনীড় সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, লায়ন ইলিয়াস সিরাজী, লায়ন রাখাল চন্দ্র নাথ, লায়ন ফেরদৌসুল কবির মিশু, কামরুল হাসান, রিপন প্রমুখ।
এছাড়া মীরসরাই সদর ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জসিম উদ্দিন, মায়ানী ইউনিয়নে উপস্থিত ছিলেন মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী, মেশকাত হোসেন, আবু জাফর প্রমুখ। উল্লেখ্য যে, লায়ন আলী হায়দার চৌধুরী প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীর বড় ছেলে । ঢেউটিন বিতরণ শেষে তিনি তাঁর পিতার স্থাপিত আবুতোরাব কামাল উদ্দিন চৌধুরী কলেজটি ও পরিদর্শন করেন।