বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিরসরাইয়ে প্রাইভেটকারের ভেতর ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

নাছির উদ্দিন ঃ
মিরসরাইয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকার হাজী এ্যগ্রোর সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরের নের্তত্বে এসআই দীনেশ চন্দ্র দাস গুপ্ত এবং এসআই আলমগীর সোনাপাহাড় এলাকার হাজী এ্যাগ্রোর সামনে ঢাকামুখি সাদা রংয়ের একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্টো গ, ১৭-৩৮০৯) থামান। তখন গাড়ীতে থাকা মহিলাসহ ৩ জনকে তল্লাশি করে তাদের সাথে থাকা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারসহ উক্ত মাদক ব্যবসায়ীদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হল, খুলনা জেলার খান জাহান আলী শাহ্ থানার মাত্তম ডাংগা গ্রামের মৃত হাসানের ছেলে মাহমুদ (৩২), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বিশারি ঘাটা গ্রামের মৃত আবদুল হাসান হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩৫) এবং একই জেলা-থানার বাইনতলা জিওর ধরা গ্রামের কালামের কথিত স্ত্রী মাহফুজা বেগম (৩৫)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লক্ষাধিক টাকা। এবিষয়ে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়ছে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ তিনি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে।’