বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিঠাছরায় মাসব্যাপী ক্রিকেটের ফাইনাল সম্পন্ন : খেলাধুলাই পারে পুরো সমাজকে মাদকমুক্ত করতে – মাহবুব রহমান রুহেল


নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার মিঠাছরা মাঠে ‘সম্বল’ সামাজিক সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত মাসব্যাপী টেপটেনিস ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল (১২ ফেব্রুয়ারী) সম্পন্ন হয়েছে। টুর্ণামেন্ট শেষে বিকাল ৫টায় স্থানীয় ৯নং মীরসরাই ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এমরান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূঞা,

মীরসরাই পৌরসভার পূনঃ নির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন, ৮নং মীরসরাই ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব, অপকার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু, চট্টগ্রাম সিটি কলেজের প্রভাষক সালাউদ্দিন সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম দিদার, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সেক্রেটারী গোলাম ফারুক, মুক্তিযোদ্ধা নুর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আজিম উদ্দিন ও রিপন গোপ পিন্টু। ফাইনালের উক্ত টুর্ণামেন্টে হাটহাজারী থেকে আগত আলোকন ক্রিড়া সংঘ বিবাড়িয়া থেকে আগত দূরন্ত আখাউড়াকে হারিয়ে চ্যাম্পিয়নশীপ অর্জন করে। প্রধান অতিথী মাহবুবু রহমান রুহেল চ্যাম্পিয়ন দলের হাতে এক ভরি স্বর্ণের গোল্ডবার ট্রফি ও পুরস্কার তুলে দেন। এছাড়া অতিথীবৃন্দ ম্যান অব দ্যা ম্যাচ ও অন্যান্য ফারফরমেন্স এর পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথী মাহবুুব রহমান রুহেল তাঁর বক্তব্যে বলেন পুরো দেশে এখন যেভাবে মাদকের আগ্রসন চলছে তাকে কোন রাজনৈতিক দলের নেতা বা প্রশাসন একা রুখতে পারবে না, এভাবেই খেলাধুলার বিকাশের মাধ্যমে রুখতে হবে সবাইকে সমবেত হয়ে। তিনি আরো বলেন মীরসরাই উপজেলায় এভাবে খেলাধুলার চর্চা বৃদ্ধি পাওয়ায় আমি আশাবাদি এখান থেকে জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে একদিন। আর এই খেলাধুলার চর্চা অব্যাহত রাখার জন্য এই মীরসরাইয়ে একটি ভাল ষ্টেডিয়াম ও ক্রিড়া একাডেমি প্রতিষ্ঠা প্রয়োজন, এই বিষয়ে ভাবছি আমরা। আপনারা শুধু সকলে ঐক্যবদ্ধভাবে সুস্থ সুন্দর বিনির্মানে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুন।