শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মাসিক সাহিত্য মঞ্চ’ সাহিত্য পত্রিকার মোড়ক উম্মোচন

1

নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাই উপজেলার উদীয়মান তরুনদের উদ্যোগে সাহিত্য পত্রিকা ‘মাসিক সাহিত্য মঞ্চ’ পত্রিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জুনিয়র চেম্বার বাংলাদেশের নির্বাহী সহ সভাপতি ও চিটাগং খুলশী ক্লাব লিমিটেড এর সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন তরুনদের ঐক্যবদ্ধতায় সমাজের ইতিবাচক পরিবর্তন সূচিত হয়। এর জন্য প্রয়োজন প্লটফর্ম।

2

 

সামাজিক সংগঠনগুলো মীরসরাইতে যে ভাবে নানা মুখী কর্মসূচী বাস্তবায়ন করছে তা এই অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করছে। তিনি বলেন, সাহিত্য ও কবিতার মাধ্যমে তরুনরা তাদের শুদ্ধ মনের বিকাশ ঘটাতে পারে। সাহিত্য মঞ্চ মীরসরাইতে একঝাঁক সাংস্কৃতিক কর্মী সৃষ্টি করবে। রবিবার (৫ মার্চ) সকালে মীরসরাই উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘সাহিত্য মঞ্চ’ মোড়ক উম্মোচন অনুুষ্ঠানে কবি ও কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী সভাপতিত্বে্ এবং সহিত্য মঞ্চ’র সম্পাদক অনুপ এএস দাশ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেসিআই চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ ইসদানী রবিন, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি এবং পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চলমান মিরসরাই’র সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিয়িার আশরাফ উদ্দিন সোহেল, ছাত্রনেতা আজিজুর রহমান সুমন, প্রচেষ্টা ছাত্র পরিষদের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক রাজীব পাল, আই.সি.টি সম্পাদক মাহফুজুর রহমান রাব্বী, মাসিক সাহিত্য মঞ্চ নির্বাহী সম্পাদক রবিউল হোসাইন পারভেজ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রাজিব মজুমদার, রণজিত ধর, এম মাঈন উদ্দিন, মোহাম্মদ ইউছুফ, ইমাম হোসাইন, তৌহিদুল ইসলাম, নয়ন রাজ প্রমুখ।