বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মানব পতাকা গড়ে গিনেস বুকে বাংলাদেশ

30685_0

 

রাজধানীর ভোট কেন্দ্র গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে ভোট কেন্দ্রে এখন আতঙ্কের কিছু নেই।পুলিশ জানায়, ঢাকার মোট ১০২১টি ভোট কেন্দ্রের মধ্যে অবস্থা বিবেচনা করে ভিন্ন ভিন্ন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শনিবার মিন্টু রোডের নিজ কার্যালয়ে এক অনানুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম। তিনি বলেন, “ভোটাররা যাতে কোনো ধরণের বাধার সম্মুখীন না হন এবং কেউ যাতে নাশকতা করতে না পারে তার জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” তিনি জানান, “নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব, বিজিবির সাথে সমন্বয় করে পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর সঙ্গেও সমন্বয় করে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।” এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোয়েন্দাদের কাছে খবর ছিল রাজধানীর কেন্দ্রগুলোতে নাশকতা হবে। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করায় কোনো কেন্দ্রে আর গোলযোগের আশঙ্কা নেই।”

Leave a Reply