মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মহাসড়কে নিরাপত্তা বৃদ্ধিতে মীরসরাইয়ে হাইওয়ে পুলিশের সচেতনতা কর্মসূচি পালিত


নিজস্ব প্রতিনিধি :: মহাসড়কে চুরি ডাকাতি প্রতিরোধ ও সচেনতা বৃদ্ধিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ গন সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে।
২২ অক্টোরব উক্ত দিবসকে সামনে রেখে ২১ অক্টোবর বুধবার দিনভর ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে তথা মিঠাছরা, মস্তাননগর, সোনাপাহাড় ও বড়তাকিয়া এলাকায় মহাসড়কে ছিনতাই, ডাকাতি রোধ কল্পে হাইওয়ে পুলিশের টহল ডিউটির কর্মতৎপরতা, জনসাধারনকে মহাসড়কের উপর নির্মিত ফুটওভার ব্রীজ ব্যবহারে উৎসাহ প্রদান, সিএনজি চালকদের মহাসড়কে সিএনজি না চালানোর পরামর্শ, মহাসড়কে ব্যাটারীচালিত অটোরিক্সা চলাচলে প্রতিরোধমূলক ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সচেনতা বৃদ্ধি উক্ত কার্যক্রমে প্রচারনা করেন জোরারগঞ্জ হাইওয়ে ইনচার্জ পরিদর্শক ফিরোজ হোসেন, উপ পরিদর্শক ইসহাক মিয়া ও সহকারি উপ পরিদর্শক বাবুল মিয়া সহ প্রমুখ হাইওয়ে পুলিশ সদস্যগন। এসময় হাইওয়ে পুলিশ মহাসড়কে ডাকাতি প্রতিরোধে বুদ্ধিমত্তা ও সুকৌশল অবলম্বন করে ডাকাতদলকে আইনের হাতে তুলে দেয়ার কৌশল, কোথাও যানযট সৃষ্টি হলে তাৎক্ষনিকভাবে তা নিরসন করার কৌশল ও জনসাধারনকে শেখানো হয়। এছাড়া মহাসড়কের পাশে অবৈধফুটপাত উচ্ছেদ সহ যানবাহনের ড্রাইভারদের যানযট নিরসনে বাস বে ব্যবহারের জন্য সচেতনতা সৃষ্টির পরামর্শ প্রদান করা হয় ।