শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মহামারি করোনা : নকুল চন্দ্র উকিল

শত বছর পর দেখা দেয় পৃথিবী জুড়ে মহামারি
চীনের উহান শহর থেকে সুদূর স্পেন -ইতালি।
ভারত বাংলাদেশ যুক্তরাজ্য জার্মানি যুক্তরাষ্ট্র
লাশের মিছিলে ছেঁয়ে গেছে আজ গোটা বিশ্ব।
পৃথিবী আজ বড়ই অসহায়
কোভিড-১৯ মহামারি করোনায়।
লাশের শহরে পরিনত স্পেন ইতালি আজ
গন কবরে মিলিত একের পর এক লাশ।
থমকে গেছে পৃথিবী
নির্বাক বিশ্বের মানুষ
চারিদিকে মৃত্যুর হাতছানি
সবুজ ভুবনে আজ আতংক বানী।


কে দিবে কাকে শান্তনা??
কে মুছে দিবে কার চোখের জল?
আজ যে বড়ই অসহায়
চেয়ে আছি গোটা বিশ্বের মানুষ
সৃষ্টিকর্তা দিকে অবিচল।
প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা
সবার মাঝে বেঁচে থাকার বড্ড আকাঙ্ক্ষা
বাবার সামনে সন্তানের লাশ
শেষবারের মত ছুঁয়ে দেখার
বুকফাটা আর্তনাদ ও বারণ !
পথে ঘাটে ঘরে বাহিরে
সবখানে আতংক বিদ্যমান
করোনাভাইরাস প্রতিরোধে
সব দেশ আজ একপ্রাণ।
ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে করি প্রার্থনা
আমাদের যত পাপ আছে জানা -অজানা
ক্ষমা করে দাও প্রভু
করো বিশ্বের সকলকে মার্জনা।