বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মফস্বল সাংবাদিকদের অবহেলা করার কোন অবকাশ নাই -মনজুরুল আহসান বুলবুল

DSC_0242

এম.ইমাম হোসেনঃ মফস্বল সাংবাদিকদের অবহেলা করার কোন আবকাশ নেই, মফস্বল থেকে কাজ করে অনেকেই বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে সাংবাদিকতা ভূমিকা পালন করছে। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। আর একটি সংবাদপত্র শুধুমাত্র উপজেলা নয় সারা দেশের চেহারা পাল্টে দিতে পারে। শুক্রবার (৭এপ্রিল) বিকাল ৪টা উপজেলা অডিটেরিয়ামে পাক্ষিক খবরিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি এবং একুশে টিভি নির্বাহী প্রধান মনজুরুল আহসান বুলবুল এসব কথা বলেন।
তিনি আরো বলেন মফস্বল থেকে প্রকাশিত পাক্ষিক খবরিকা জনপ্রিয়তার কারণে ১৮ বছর ধরে প্রকাশিত হচ্ছে। যা মফস্বলের সচিত্র প্রতিবেদন তুলে ধরে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর মফস্বলের খবরিকার মত সমৃদ্ধ সংবাদপত্র আছে বলেই এখনো প্রথিতযশা সাংবাদিক তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে মহাকবি কাইয়ুম নিজামী সভাপতিত্বে এবং পাক্ষিক খবরিকা সম্পাদক মাহবুব পলাশ, নির্বাহী সম্পাদক রাজিব মজুমদার ও তাসনিম মাহবুব তানহার যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী, স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সম্পাদক মন্ডলীর সভাপতি কাজী মোস্তফা আলম এফসিএ, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহ-সভাপতি শহিদুল আলম, সোনালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের জিএম এম এ কাইয়ুম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই সার্কেল এএসপি মাহবুবুর রহমান, চাটখীল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিন, মীরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বাংলা নিউজ টুয়েন্টিফোরডটকম চট্টগ্রাম ব্যুরো প্রধান তপন চক্রবর্তী, পাক্ষিক খবরিকার প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম চৌধুরী, সিপি বাংলাদেশ লিঃ উপ-ব্যবস্থাপক রাকিবুল ইসলাম, মীরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম পিপিএম, মীরসরাই সেবা আধুনিক হাসপাতালের সিঃ ভাইস প্রেসিডেন্ট ডা. প্রদীপ কুমার নাথ, বিশিষ্ট ব্যবসায়ী  জয়নাল হোসেন, আরো বক্তব্য রাখেন মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী,পাক্ষিক খবরিকা সহ-সম্পাদক নাছির উদ্দিন।  উক্ত অনুষ্ঠানের মীরসরাই উপজেলার প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী অথচ সংস্কৃতিক কর্মকান্ডে অগ্রগামী ১০০ ক্যাম্পাসের প্রিয় মুখ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংবর্ধিত করা হয়, শিক্ষা সেবায় মীরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, দুটি মহাকাব্য রচনার মহাকবি কাইয়ুম নিজামী, দেশের ব্যাংকিং খাতে অবদানের জন্য এম.এ কাইয়ুম, সাংবাকিতায় দেবদুলাল ভৌমিক, শিক্ষা সেবায় কামরুল ইসলাম চৌধুরী, সমাজ সেবায় আবছার চৌধুরী, নুরুল আলম, এরাদুল হক ভুট্টো, মোঃ নুরুল আবছার, চিকিৎসা সেবায়, ডা. প্রদীপ কুমার নাথ ও ডা. জসিম উদ্দিন, সফল চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান হিসেবে এনায়েত হোসেন নয়ন ও এমরান উদ্দিন, জঙ্গি বিরোধী সফল কার্যক্রমের জন্য মীরসরাই এএসপি সার্কেল ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জ এর সেরা ওসি নির্বাচিত হওয়ায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, আইন শৃংঙ্খলায় মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম, চাটখীল থানার ওসি নাছিম উদ্দিন ও মীরসরাই থানার এসআই সফিকুল ইসলাম পিপিএম, মুক্তিযুদ্ধে অবদানের জন্য মীরসরাই উপজেলা কমন্ডার মুক্তিযোদ্ধা কবির আহম্মদ, কবিতায় আরিফ চৌধুরী ও আহমেদ পলাশ, সফল শিল্প সমন্বয়কারী হিসেবে রাকিবুল ইসলাম ও মোঃ আলাউদ্দিন, সংস্কৃতি সেবায় সঞ্জীব কুমার নাথ, সাংবাদিকতার জন্য প্রথম আলো সীতাকুন্ড প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাস, শিক্ষা সেবায় জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, সেরা সংগঠক প্রজন্ম মীরসরাই প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুছ নুরী, পৃষ্টপোষকতায় সোনা মিয়া, হাফেজ শহীদুল্লাহ মিয়াজী, দাউদ খান, ও জয়নাল হোসাইন, রিলায়েন্স মেধা বৃত্তির জন্য তৌহিদুল ইসলাম তুহিন, সেরা সংগঠন প্রজন্ম মীরসরাই। অনুষ্ঠানে মীরসরাইয়ে খবরিকা ১৮ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে খবরিকা পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শান্তিনীড়, প্রজন্ম মীরসরাই, দুর্বার প্রগতি সংগঠন, প্রচেষ্ঠা ছাত্র পরিষদ, মাসিক চলমান মীরসরাই, মাসিক দুর্বার, মীরসরাই শিল্পকলা একাডেমি, নীল বিশ্ব মানবাধিকার উন্নয়ন সংস্থা, সীতাকুন্ড-মীরসরাই পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।