মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মন খারাপের জীবন্ত কবর : পারভীন লিয়া

মন খারাপের দরজাটা আজ তালাবন্ধ
চাবি নিয়ে উড়ে গেছে গাঢ় রঙের গাংচিল,
তোমার মুখের প্রশারিত পুস্পিত ছবি আঁকে-
তবুও বিভৎস অন্ধকারের একটি স্বচ্ছ তুলি।

সুগন্ধি মাখা শরীর বাতাসে খেলে দোলে একা
আবদ্ধ জেলখানায় চিন্তা শক্তির মগজে রক্ত,
শিকলে বন্দী দিশেহারা স্বপ্ন স্নিগ্ধ পৃথিবী ভাজে-
ডানা ভেঙে পরে থাকে নিথর রক্তাক্ত পাখি।

চলে যাওয়ার পথে বিষন্নতার সু-দীর্ঘ নিঃশ্বাস
তোমার বিদায় মনে করিয়ে দেয় বিবেকবান আত্মা,
পরন্ত বিকেলে দূর থেকে দেখি ছিন্ন ভীন্ন স্মৃতি
কেউ কথা রাখে না, কিংবা রাখতে পারেনা-স্বভাবে।

নিশ্চিহৃ হয়ে যাক দুঃখ কষ্টের সব যন্ত্রণার রাত
অন্ধ হয়ে যাক সব অসভ্য প্রতারণার লম্পট চোখ,
ভালবাসার হাত ধরে বন্ধ হয়ে যাক ব্যথার দরজা-
আড়ষ্ট চোখে অশ্রু নেমে যাক- থেমে যাক দীর্ঘ পথ।

তুমি ফিরবে একদিন, সেদিন বুঝি আসবে না আর
স্বপ্ন ভাঙনের ধর্ষণ দুস্বপ্নের অঙ্গীকার করে নিঃশ্বব্দ,
আলিঙ্গিত চুম্বনরত শুক্ষ্য ভালবাসা স্নেহের কবরে-
আমার জীবন্ত লাশ তুমি আরর পাবে না কোনদিন।