শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মন্ত্রীরা পদত্যাগ শুরু করেছেন

tajul islam

নিজস্ব প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত সর্বদলীয় সরকার  গঠনের জন্য মন্ত্রীরা পদত্যাগ করা শুরু করেছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগ পত্র জমা দেবার কথা বিবিসিকে নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। তিনি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বাকি মন্ত্রীরাও পদত্যাগপত্র জমা দেবেন। পদত্যাগপত্র জমা দেবার কথা জানিয়ে তাজুল ইসলাম বিবিসিকে বলেন, আমি কয়েক দিনের জন্য নির্বাচনী এলাকায় যাব। এটা (পদত্যাগপত্র) কবে দরকার হবে জানি না। প্রধানমন্ত্রী যে মুহূর্তে মনে করবেন কার্যকরী করা দরকার, তখন সেটা কার্যকরী হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো মন্ত্রী পদত্যাগপত্র জমা দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবেই কার্যকরী হয়ে যাবার কথা। কিন্তু মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলছেন তার পদত্যাগের ক্ষেত্রে সেটি হবে না। তিনি বলছেন, এই পদত্যাগ স্বাভাবিক পদত্যাগের মতো নয়। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, কোনো কোনো সময় সরকার প্রধান কোনো মন্ত্রীর উপর অসন্তুষ্ট হলে তাকে পদত্যাগ করতে বলেন। আবার কখনো মন্ত্রী নিজেও পদত্যাগ করেন। কিন্তু এই পদত্যাগ সেই রকম কিছু না।  তিনি বলেন, দেশের গণতন্ত্রের স্বার্থে সব দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে সে কারণে প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের রূপরেখা দিয়েছেন। সেই প্রক্রিয়াকে ফলপ্রসূ করার জন্য পদত্যাগ নিয়ে আলোচনা হয়েছিল বলে উল্লেখ করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমি সে প্রেক্ষাপটে পদত্যাগ করেছি। বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন কোন পদ্ধতি হবে সেটি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য এখন চরমে। গত মাসে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে বিরোধী দলকে সেখানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে বাতিল করে দিয়ে বিরোধী দল তাদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এখনো অনড় রয়েছে। এমন প্রেক্ষাপটে সরকার নির্বাচনকালীন ‘সর্বদলীয় সরকার‘ গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ।

 

সূত্র : বিবিসি।

Leave a Reply