বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মধ্যবিত্তদের জন্য ১লাখ ফ্ল্যাট

indexfard

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন জানিয়েছেন আবাসন সমস্যা নিরসনে উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তদের জন্য ১লাখ ফ্ল্যাট নির্মাণ করা হবে।আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের এক্সপোনেট এক্সিবিশন ও ভারতের গ্রিনলিফ সল্যুশনের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী গ্রিনএক্সপো এবং সামিট প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।গণপূর্তমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দেশের জনসংখ্যা অনুপাতে গৃহায়ন সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। তাছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষও এ সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছে।’তিনি আরো বলেন যে, ‘সরকার আবাসন শিল্পে টেকসই নকশা উন্নয়ন ও ব্যবস্থাপনা পদ্ধতি চালু করতে যাচ্ছে।’ তাই শিল্পটির যথাযথ উন্নয়নে প্রাইভেট ও পাবলিক অংশীদারিত্বের বিনিয়োগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।