বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মধুপুর ফটোগ্রাফিক সোসাইটির ৬ষ্ঠ ফটোয়াক উদযাপন-১৮

বিনোদন ডেস্কঃ গত ২৩ ফেব্রুয়ারি রোজ শুক্রবার অনুষ্ঠিত হয় গেল উত্তর টাঙ্গাইলের মধুপুরের অনলাইন ভিত্তিক ফটোগ্রাফি গ্রুপ মধুপুর ফটোগ্রাফিক সোসাইটি কর্তৃক ষষ্ঠ (৬ তম) ফটোওয়াক।

ফটোওয়াক এর ভেন্যু হিসাবে ছিল মধুপুর জাতীয় উদ্যান। সকাল ৮.৩০ মিনিটে ফটোওয়াক শুরু হয়। মোট ২৫ জন প্রতিযোগী ফটোওয়াক অংশগ্রহণ করেন। তারা তাদের ক্যামেরা এবং মোবাইল এর মাধ্যমে তুলে নেন প্রজাপতি,বানর,হনুমান,সাপসহ নানা ধরণের ছবি।

মধুপুর ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন মধুপুর বন জনসচেতনার অভাবে আজ ধ্বংসের মুখে। আমরা চাই মধুপুর বন সংরক্ষণে সহায়তা করতে এবং মধুপুর এর ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল তাৎক্ষণিক ফটোগ্রাফি প্রতিযোগিতা ।মোট তিনজন প্রতিযোগীকে ক্রেস্ট এবং সার্টিফিকেট এর মাধ্যমে পুরস্কৃত করা হয়।প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরুস্কার লাভ করেন যথাক্রমে সাইফ মোহাম্মদ, রাহাত খন্দকার ও মোরশেদুল আলম সুজন।