শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা

image

 

অবৈধভাবে বাড়ি দখলের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে পরিত্যক্ত ঘোষিত সরকারি সম্পত্তি ভোগদখলের অভিযোগে মওদুদের ভাই মঞ্জুর আহমদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক।মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক হারুনুর রশীদ। দুদক জানায়, গুলশান অ্যাভিনিউয়ের ১৫৯ নং বাড়িটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ করে আসছেন মওদুদ আহমেদ। বাড়িটির মূল মালিক ছিলেন অস্ট্রেলীয় নারী অ্যাঞ্জেল ফলস। অ্যাঞ্জেল ফলসের মৃত্যুর পর তার পাকিস্তানি স্বামী ওই বাড়িতে বসবাস করতেন। তবে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলে বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকারের তালিকাভুক্ত হয়।
দুদকের দাবি, মওদুদ আহমেদ তার ক্ষমতা ও প্রভাব খাটিয়ে লন্ডন প্রবাসী ভাই মঞ্জুর আহমেদের নামে ভুয়া পাওয়ার অফ পাওয়ার অ্যাটর্নির কাগজ তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন। এছাড়া ঢাকা সিটি করপোরেশনের রেকর্ড অনুযায়ী মওদুদ আহমেদ নিজেই ওই বাড়ির ভাড়াটিয়া। ১৯৭৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় বলে জানিয়েছে দুদক। দীর্ঘ অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে প্রমাণ পায় দুদক। প্রাপ্য তথ্য উপাত্তের ভিত্তিতে মামলাটির অনুমোদন দেয়া হয়েছে।

Leave a Reply