বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভাঁজ করে পকেটে রাখা যাবে লেনোভোর ট্যাব

খবরিকা ডেস্ক: বাঁকানো স্ক্রিন দিয়ে এবার সবাইকে তাক লাগিয়ে দিলো চাইনিজ টেক জায়ান্ট লেনোভো। গত সপ্তাহে ‘তৃতীয় লেনোভো টেক ওয়ার্ল্ড’এ ‘লেনোভো ফোলিও’ নামে নতুন একটি ট্যাব দর্শনার্থীদের সামনে উন্মোচন করে প্রতিষ্ঠানটি, যেটিকে ভাঁজ করে পকেটে রাখা যাবে। লেনোভোর এ ‘ফোলিও’ ট্যাবটি এখনো ধারণার পর্যায়ে আছে।

যেহেতু লেনোভো জনসম্মুখে এটি প্রদর্শন করেছে, তাই আশা করা যাচ্ছে এটি যেকোনো সময়ই বাজারে আসতে পারে। কিন্তু তাতেও আকর্ষণীয় এ ট্যাবটি সম্পর্কে উত্তেজনা কমে যাচ্ছে না।

ট্যাবটিতে থাকবে ১৯২০*১৪৪০ রেজ্যুলেশনের ৭.৮ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর এবং এটি এন্ড্রয়েড ৭.০ ন্যুগাট সমর্থন করবে। কিন্তু ট্যাবটির মূল আকর্ষণ এসবের কিছুই নয়। এর মূল আকর্ষণ হবে এর ভাঁজ করা যায়, এমন ব্যবস্থা।

ভাঁজ করার পর ট্যাবটি ৫.৫ ইঞ্চির একটি মোবাইল ফোনে পরিণত হবে, ফলে সহজেই এটিকে পকেটে রাখা যাবে। ট্যাবের একটু বড় আকারের কারণে বিশ্বজুড়ে এ ডিভাইসটির জনপ্রিয়তা কমছে। লেনোভোর নতুন এ ট্যাবটি বাজারে আসলে সেটি আবারও ট্যাবের বাজারে সুদিন ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন প্রযুক্তি বিশ্লেষকরা।