বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বৈশ্বিক উষ্ণায়ণ কমাতে বনায়নের বিকল্প নেই -পরিবেশ ও বন সচিব

Mirsarai korerhat pic

রাজিব মজুমদার ঃ: যে হারে বনায়ন ধ্বংস হচ্ছে তাতে করে গ্রীণ হাউজের পরিমান দিন দিন বৃদ্ধি যাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন কমাতে এবং আগামী দিনের বাসযোগ্য পৃথিবী গড়তে বনায়নের বিকল্প নেই। গতকাল (১৭ এপ্রিল) রবিবার বিকালে মীরসরাইয়ে সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ ও চুক্তিনামা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি আরো বলেন সামাজিক বনায়নে উপকার ভোগীদের সম্পৃক্ত করায় বনজ সম্পদ যেমন রক্ষা পাচ্ছে পাশাপাশি উপকার ভোগীরা সামাজিক বনায়ন দেখভাল করে লভ্যাংশের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে।

উপজেলার করেরহাট রেঞ্জ কার্যালয় প্রাঙ্গনে দুপুর ২টায় মীরসরাইয়ের কয়লা বিট ও ফটিকছড়ির নারায়নহাট বিটের ৬০জন উপকারভোগীর মাঝে লভ্যাংশের ৪৫ শতাংশ করে মোট ৬৪ লক্ষ ৭১ হাজার ৭৮০ টাকার চেক বিতরণ এবং নতুন উপকারভোগীদের মাঝে চুক্তিনামা হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে করেরহাট রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার দত্তের সঞ্চালনায়, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে ও চট্টগ্রাম উত্তর অঞ্চলের বন সংরক্ষক আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ জগলুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ মকবুল হোসেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ, বিভাগীয় রেঞ্জ কর্মকর্তা মোঃ হুমায়ুন, ১নং বাগান বাজার ইউপি চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, নারায়ণহাট বিটের উপকারভোগী মোঃ হারুণ প্রমুখ।