শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বৈশাখ আর ভাইরাস : নুছরাত জাহান ফাহিয়া

বৈশাখ এলো বর্ষ ঘুরে
খুশির আমেজে
মধু মাসের মহড়াতে মন
হারায় অবশেষে।
বকুল তলায় মুকুল ঝরে
বাঙ্গালী মন রঙ্গের মেলায়
ছুটে তেপান্তর,
এমন সময় আরোপ করলে
কে গো তুমি কি কর ?


ঘর ছেড়ে আর বেরোবে না কেউ
এমন আদশে জারি এখন।
ধরণীর এখন বেহাল দশা
ডুকরে কাঁদে সবাই র্আতনাদে ।
সচতেনতায় থাকো সবাই
আমাদের যে হবেই বাঁচতে।
কোভডি-১৯ মরণ ঘাতী
পাচ্ছে ক’জন ছাড়া!
অসর্তক থাকলে শুনো
তোমায় ও দিবে নাড়া।।