শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিরোধী দল সংলাপ নিয়ে টালবাহানা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

sworastromontree

প্রধান বিরোধী দল বিএনপি সংলাপ নিয়ে  টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। শনিবার সকালে জেলার কচুয়া উপজেলার নলুয়া গ্রামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বিএনপিকে সংলাপে অংশগ্রহণ করে তাদের যে বক্তব্য রয়েছে তা প্রকাশ করার কথা বলেছেন। অথচ তারা টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। সংলাপের নামে যে তারা টালবাহানা করছে তা আজ জনগণের কাছে স্পষ্ট। মহীউদ্দীন খান আলমগীর বলেন, সময় মতো সংবিধান অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের বিষয়ে তারা যদি আমাদের সঙ্গে সংলাপ করতে চায় তাহলে সংলাপের পথ এখনো উন্মুক্ত আছে। তিনি বলেন, আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার ও জনগণের সম্পত্তি বিনষ্ট করার অধিকার কারো নেই। যাদের আন্দোলনের কারণে তথাকথিত হরতালের কারণে দেশের নির্দোষ লোকজন প্রাণ হারাচ্ছে এ হত্যার দায় তাদেরকে নিতে হবে।

Leave a Reply