বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিপিএলে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক কেমন?

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট। সাতটি দল এবারের বিপিএলে অংশ নিচ্ছে। ২ নভেম্বর শুরু হচ্ছে বিপিএল। এবার তিনটি ভেন্যুতে বিপিএলের সাতটি দল মুখোমুখি হবে।

দেশি ক্রিকেটাররা কে কত পারিশ্রমিক পাচ্ছেন তা নিয়ে ক্রিকেটপ্রেমিদের আগ্রহ বেশ। গত দুই আসরের মতো এবারও গ্রেডিং পদ্ধতিতে দেশী ক্রিকেটারদের বিপিএলের পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গ্রেডিং অনুযায়ী পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। তবে ব্যতিক্রম সাত দলের সাত আইকন ক্রিকেটার। আইকন ক্রিকেটাররা নিজেদের পারিশ্রমিক ফ্রাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে ঠিক করে নিয়েছেন। সাত আইকন ক্রিকেটার হচ্ছেন- সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম, সৌম্য এবং সাব্বির।

এক্ষেত্রে ব্যাতিক্রম মুস্তাফিজুর রহমান। এ+ গ্রেডের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের পারিশ্রমিক ৪৫ লাখ টাকা।

মোট পাঁচটি গ্রেডে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। পাঁচটি গ্রেড হচ্ছে এ+, এ, বি, সি, ডি।

এ+ গ্রেডের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজের পারিশ্রমিক সর্বোচ্চ ৪৫ লাখ টাকা।

এ গ্রেডে রয়েছেন ১১ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২৫ লাখ টাকা।

বি গ্রেডে রয়েছেন ২২ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১৮ লাখ টাকা।

সি গ্রেডে রয়েছেন ৪৩ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১২ লাখ টাকা।

ডি গ্রেডে রয়েছেন ৭১ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।