মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিএনসিসি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন মীরসরাইয়ের রিপন

নিজস্ব প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন মীরসরাই উপজেলা সদর ইউনিয়নের রিপন গোপ পিন্টু। দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি এই স্লোগান কে সামনে রেখে গত ১০ মার্চ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ঢাকা ওসামানী স্মৃতি মিলনায়তনে সিপিপি উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শাহ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম এমপি সহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সারাদেশ থেকে বাছাইকৃত ৪০ জনকে শ্রেষ্ঠ সেচ্ছাসেবক হিসেবে সম্মননা মেডেল, সনদপত্র ও দশ হাজার টাকা প্রদান করা হয়।

উক্ত বাছাইকৃত ৪০ জনের মধ্যে সিপিপি থেকে ২০ জন, ফায়ার সার্ভিস থেকে ৪ জন, রেডক্রিসেন্ট থেকে ৪ জন, স্কাউট থেকে ৪ জন, গার্ল গাইড থেকে ৪ জন এবং বিএনসিসি থেকে ৪ জনকে পুরস্কিত করা হয়। চট্টগ্রাম বিভাগ থেকে রিপন গোপ পিন্টু বিএনসিসি থেকে শ্রেষ্ঠ সেচ্ছাসেবক নির্বাচিত হয়।