শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিএনপি নেতারা হুকুমের আসামী: হানিফ

hanif

আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ডের হুকুমের আসামী হিসেবে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী অবস্থানকালে সাংবাদিকদের তিনি বলেন, আরো যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও আইনের কঠোর প্রয়োগ করা হবে। ‘সহিংস রাজনীতিতে জড়িত বলেই বিএনপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কর্মসূচি গাড়িতে আগুন দেয়া, বোমাবাজি করা। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আর এ কর্মকাণ্ড বিএনপি করেছে, এটা টেলিভিশনের ভিডিও ফুটিজে দেখা গেছে। যেসব অপরাধী লুকিয়ে বা পালিয়ে রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে জানিয়ে হানিফ বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে সাহায্য করছে ও নির্দেশনা দিচ্ছে, গাড়িতে অগ্নিসংযোগের জন্য নির্দেশনা দিচ্ছে, বোমাবাজি করে মানুষকে হত্যা করার নির্দেশনা দিচ্ছে- তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনাপ হবে। এর সঙ্গে নির্বাচেনের কোনো সম্পর্ক নেই। ১৮ দল অবরোধের ডাক দিলেও রাজধানীতে সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে উল্লেখ করে তিনি বলেন, ভয় দেখিয়ে মানুষকে ঘরে বসিয়ে রাখা যাবে না।এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে, দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও নিরদলীয় সরকারের দাবিতে ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের বিরুদ্ধে রাজপথে সরব ছিল আওয়ামী লীগ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা থেকে দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে অবরোধবিরোধী মিছিল ও মানববন্ধন করেন।

উৎস-যুগান্তর

Leave a Reply