শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাট সাইনিং স্কুল এন্ড কলেজের অ্যানুয়েল কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

নাছির উদ্দিন ঃ
‘শ্রেষ্ঠত্ব অর্জনের ভিত গড়ে দিই আমরা’ এই শ্লোগানে প্রতিষ্ঠিত মিরসরাইয়ের ইংলিশ মিডিয়াম সাইনিং স্কুল এন্ড কলেজের অ্যানুয়েল কালচারাল ফেস্টিভ্যাল। বৃহম্পতিবার (৩০ নভেম্বর) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাইনিং স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা ও বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী।
সাইনিং স্কুল এন্ড কলেজের বোর্ড অব ডিরেক্টরস্ চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহিন কাকলী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মশিয়ার রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য আলহাজ্ব মহসিন আলী, মিরসরাই উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রানা, বারইয়ারহাট কমপোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, স্কুলের পরিচালক আশরাফ হোসেন, সাইনিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) ইমাম হোসেন।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিলো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশেনা। তার মধ্যে উল্লেখযোগ্য বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দেয়া ৭ মার্চের পুরো ভাষণটি ইংরেজীতে উপস্থাপন করেন স্কুলের ৪র্থ শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী আরিয়ান।
অনুষ্ঠানে অভিভাবক, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কাইয়ুম নিজামী বলেন, ‘ছোট ছাত্রটি যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চের ভাষন ইংরেজীতে উপস্থাপন করলো তা সত্যি প্রশংসার দাবীদার। আমার বিশ্বাস এই স্কুল একদিন বিশ্ববিদ্যালয়ে পরিনত হবে।’
পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা মহাকাব্যগ্রন্থ ‘কন্যার নাম শেখ হাসিনা’ শিক্ষার্থী আরিয়ানকে উপহার দেন।