শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাটে বিশ্ব সুন্নী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে বারৈয়ারহাট গার্লস স্কুলের হলরুমে গতকাল (রোববার) সন্ধ্যায় শানে খাজাবাবা ও শানে জামিয়ে আওলিয়া (রাহমাতাল্লাহি আলাইহিম) সম্মেলন অনুষ্ঠিত হয়। শরীফুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রেজাউল করিম, উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন মাও.সিরাজ মিয়াজী, আবদুর রহমান সুমন, সাইদুল ইসলাম সজিব, হানিফ মিয়া, ছাইফুর রহমান আজাদ, ফজলুল কাদের, আক্তারুজ্জামান প্রমুখ। আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় বক্তাগণ বলেন, ঈমানের পবিত্র কলেমার রেসালাত কেন্দ্রিক তাওহীদ ভিত্তিক জীবন চেতনা তথা সত্য ভিত্তিক অস্তিত্বের বিরুদ্ধে মিথ্যা আঁধার তথা নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদী জীবন চেতনা এবং ঈমানী আত্মা ও বস্তুবাদী আত্মা সম্পূর্ণ বিপরীত বিষয়। তিনি বলেন, সকল প্রকার বস্তুবাদী মতবাদ ঈমান-জীবন ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক শত্রু। মানবজীবন বস্তুর উর্ধ্বে এবং ভাষা-গোত্র-দেশ-রাষ্ট্র-লিঙ্গ-বর্ণ-পেশা ইত্যাদি বস্তুর ভিত্তিতে জীবনের মূল আত্মপরিচয় জীবনের প্রাকৃতিক সত্য মানবসত্তাকে অস্বীকার ও ধ্বংস করে মানুষকে বস্তুর দাসে পরিণত করে।

বক্তাগণ আরো বলেন, দুনিয়াব্যাপী ঈমানী একাত্মতা ও মানবিক ভ্রাতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সকল প্রকার বাতেল জালেম অপশক্তির কবল থেকে দ্বীন-মিল্লাত-মানবতার পূণরূদ্ধারে পবিত্র কলেমার আলোকধারায় সত্যের মুক্ত প্রবাহ ও মুক্ত জীবনের সর্বজনীন মানবিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সাথে ঐক্যবদ্ধ হতে হবে।