বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাটে চালক ও যাত্রীদের সাথে পুলিশের সচেতনতা মূলক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি ঃ
আসন্ন ঈদুল আযহা উপলেক্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ স্থানীয় সড়কে চলাচলকারী বাস, লেগুনা, হিউম্যান হলার ও সিএনজি অটোরিক্সার চালক ও যাত্রীদের সাথে সচেতনতা মূলক এক মতবিনিময় সভা করেছে থানা ও ট্রাফিক পুলিশ। বুধবার ১৭ জুলাই দুপুরে বারইয়ারহাট ট্রাফিক পুলিশের আয়োজনে বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ট্রাফিক পুলিশ পরিদর্শক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান (বিপিএম)।

তিনি বলেন, বর্তমানে অজ্ঞান পার্টির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তারা ঈদকে ঘিরে যাত্রী সাধারণের বড় ধরণের ক্ষতি সাধন করতে পারে। এছাড়া ছেলেধরা গুজবে মানুষ এখন কানখাড়া করে রয়েছে। এধরণের ঘটনার বিষয়ে চালক এবং তাদের যাত্রী সাধারণকে সচেতন করতে অনুরোধ করা হয়। এছাড়াও ঈদকে ঘিরে দ্রুত বেগে গাড়ী না চালানো, যত্রতত্র পার্কিং না করা এবং জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য চালকদের প্রতি ওসি অনুরোধ করেন। সর্বোপরি সবাইকে সচেতন হয়ে কাজ করার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, ট্রাফিকের সার্জেন্ট মাহমুদুল হাসান। মীরসরাই উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইউছুপ, মীরসরাই উপজেলা হিউম্যান হলারের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন মাসুদ এবং বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের চালকগণ।