বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাটে ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার উপজেলার বারইয়ারহাট মাইক্রো স্ট্যান্ড চত্তরে বিশ্ব সুন্নী আন্দোলন মীরসরাই উপজেলা শাখার ব্যবস্থাপনায় সত্য ও মানবতার প্রাণের মহান ঈদে আজম সালাতুর মাহফিলে কদমতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তাফসিরুল কোরআন মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থের প্রাণেতা শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত হজরত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিক্বত -মীর মোঃ হাছানুল করিম মুনিরী সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রিয় নেতা আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারূকীর সাহেবজাদা আল্লামা ফুয়াদ আল ফারুকী। বক্তাগণ বলেন, ঈমান-দ্বীন-নাজাতের প্রবাহধারা রক্ষায়, দুনিয়ার প্রতিটি মানুষের জন্য স্বাধীনতা-অধিকার-মর্যাদা-সমৃদ্ধি-নিরাপত্তা ও জীবনের সকল আলোকদিশা প্রদান, সকল অপশক্তির মিথ্যা-মূর্খতা-আঁধার-দাসত্ব-পাশবতা-বর্বরতা-সন্ত্রাস-পরাধীনতা-স্বৈরতা-দস্যুতা থেকে আত্মা ও জীবনের সব দিকে উদ্ধার ও মুক্তির লক্ষ্যে এ মহান শুভাগমন। প্রাণাধিক প্রিয়নবীর নির্দেশিত খেলাফতে ইনসানিয়াত তথা একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যতীত প্রিয়নবী প্রদত্ত সত্য ও মুক্তির আলো হারিয়ে মানবজীবন মিথ্যা ও জুলুমের গ্রাসে রুদ্ধ থাকবে।
পরে সালাতু সালাম মাহফিলে দেশ ও জাতীর কল্যাণ কামনা করা দোয়া মোনাজাত করা হয়।