বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বামনসুন্দর এফ.এ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

12391351_1171715669510107_8984701419414821755_n

নিজস্ব প্রতিনিধি ঃ মহান বিজয় দিবস উপলক্ষে বামনসুন্দর এফ.এ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আয়েজিত বিজয় দিবস অলেম্পিক ফুটবল ট’র্ণামেন্ট-২০১৫ইং এর ফাইনাল খেলা গত ১৬ই ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পরিষদের সহ-সভাপতি দিল মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম উদ্দিন,উপজেলা সমাজসেবা অফিসার,(মীরসরাই),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাম মোঃ নুরুল আনোয়ার সবুজ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারন সম্পাদক মোঃ ফারুক,যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ ফিরোজ উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ খাজা মাঈন উদ্দিন,স্কুল বিষয়ক সম্পাদক মোঃ হামিদুল ইসলাম বাবলু,সহ-প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু ছায়েম, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহবুদ্দিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল আনোয়ার সবুজ তাঁর বক্তব্যের মাধমে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষে প্রধান অতিথির নিকট পরিষদটি সরকারি নিবন্ধনের ব্যাপারে সুপারিশ করেন। প্রধান অতিথি জনাব মোঃ জসিম উদ্দিন তার বক্তব্যে সমাজের সব অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার হবার পাশাপাশি সব ভালো কাজকে স¦াগত জানিয়ে সমাজ বিনির্মানে তরুনদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন তরুনরাই পারে সমাজের সব অপরাধ রুখে দিয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে এবং পরিষদটি সরকারি নিবন্ধনের ব্যাপারে তিনি যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করে বিদ্যালয়ের প্রাক্তন ২০১৫ ও ২০০৯ ব্যাচ। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল না হওয়ায় ট্রাইব্রেকারের মাধমে ৩-০ গোলে ২০১৫ ব্যাচ জয়লাভ করে। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করে মোঃ মাহতাব। পরে পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।