বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ দলকে অভিনন্দন আফ্রিদির

afridi1429891285_253915

ওয়ানডে ম্যাচে বাংলাওয়াশের পর একমাত্র টি-টোয়েন্টিতে হেরে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি বাংলাদেশ দলকে প্রশংসা করেন।টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি বলেন, প্রথমে আমি বাংলাদেশকে অভিনন্দন জানাব। তারা একটি ভালো সময় পার করছে। বিশেষ করে, দেশের মাটিতে বাংলাদেশ বেশ ভয়ংকর। আমাদের দলটা বেশ তরুণ। তাদের আরো সময় দিতে হবে। মিসবাহ ও ইউনুস টেস্ট দলে রয়েছে। আশা করি, টেস্টে সিরিজে আমরা ভালো করতে পারব।বড় আশা নিয়েই বাংলাদেশে এসেছিলেন শহিদ আফ্রিদি। ঢাকাতে এসে পাকিস্তানের ওয়ানডে দলকে বাংলাওয়াশ হতে দেখেছিলেন। ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছিলেন আজহার আলী। এবার একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাকিস্তান বাংলাওয়াশ হলো আফ্রিদির নেতৃত্বে। বলার অপেক্ষা রাখে না, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক এখন ‘আহত’।শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে তাই মুখটা মলিন করে আফ্রিদি উপস্থিত হলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বলার মতো কোনো ভাষাই হয়তো খুঁজে পাচ্ছিলেন না পাকিস্তানি দলপতি।