বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সবচেয়ে বড় মেলা অমর একুশে বইমেলা। প্রতিবছর বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাসজুড়ে চলে বাঙালির প্রাণের এই মেলা। রাজধানী ঢাকাতে এ মেলার আয়োজন করা হলেও সারাদেশের বইপ্রেমী, জ্ঞানপিপাসু, মুক্তচিন্তার মানুষগুলো সারাবছর অধীর আগ্রহে থাকেন এ মেলার জন্য। এছাড়া পরপর গত দুইবছর রাজনৈতিক অস্থিরতায় বইমেলার প্রকৃত আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছে বইপ্রেমীদের। ফলে এবারের বইমেলায় বইপ্রেমীদের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে। কাল বাদ পরশু শুরু হচ্ছে এই মেলা। মেলার সব প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের আয়োজন। এরইমধ্যে মেলার বিষয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলা একাডেমি মহাপরিচালক। তিনি জানালেন, এবারে যে পরিসরে মেলার আয়োজন করা হচ্ছে তা বইমেলার ইতিহাসে আগে কখনো হয়নি। এই মেলা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মেলা হতে যাচ্ছে বলেও জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।

2016_01_30_18_01_55_XpIPo6qDmdMsOofBMlNXs1YSWMSMC6_original

 

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সবচেয়ে বড় মেলা অমর একুশে বইমেলা। প্রতিবছর বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাসজুড়ে চলে বাঙালির প্রাণের এই মেলা। রাজধানী ঢাকাতে এ মেলার আয়োজন করা হলেও সারাদেশের বইপ্রেমী, জ্ঞানপিপাসু, মুক্তচিন্তার মানুষগুলো সারাবছর অধীর আগ্রহে থাকেন এ মেলার জন্য। এছাড়া পরপর গত দুইবছর রাজনৈতিক অস্থিরতায় বইমেলার প্রকৃত আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছে বইপ্রেমীদের। ফলে এবারের বইমেলায় বইপ্রেমীদের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে।      কাল বাদ পরশু শুরু হচ্ছে এই মেলা। মেলার সব প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের আয়োজন। এরইমধ্যে মেলার বিষয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলা একাডেমি মহাপরিচালক। তিনি জানালেন, এবারে যে পরিসরে মেলার আয়োজন করা হচ্ছে তা বইমেলার ইতিহাসে আগে কখনো হয়নি।       এই মেলা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মেলা হতে যাচ্ছে বলেও জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।