শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগ গৌরবোজ্জল ইতিহাসের নাম -নিয়াজ মোর্শেদ এলিট

 

মীরসরাইয়ের কৃতি সন্তান আরিফ মঈনুদ্দীন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করেছে পজিটিভ মীরসরাই। বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর চিটাগং খুলশী ক্লাব লিমিটেড এর মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা জুনিয়র চেম্বার বাংলাদেশের নির্বাহী সহ সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক নিয়াজ মোর্শেদ এলিট। পজিটিভ মীরসরাই’র আহবায়ক সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক নাজমুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, মহানগর ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক আবুল বাশার, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সদস্য, এপিপি এডভোকেট ফিরোজ উদ্দিন তাকের, এডভোকেট সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সোহেল, এডভোকেট জাকারিয়া আল গিয়াস উদ্দিন, বর্তমান মীরসরাই’র সম্পাদক নুর উদ্দিন বাহার, উত্তরজেলা যুবলীগের সদস্য শরিফ উল্লাহ, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহজাহান, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সরওয়ার উদ্দিন, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান জিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, আইন কলেজ ছাত্র সংসদের ভিপি রায়হানুল হক চৌধুরী, জিএস শাহাদাত হোসেন, সীতাকু- পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আইন কলেজ ছাত্রলীগের যুগ্ন সম্পাদক শামীম চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগ গৌরবোজ্জল ইতিহাসের নাম। যুগে যুগে যোগ্য নেতৃত্বের হাত ধরে এই সংগঠনটির সুনাম উপমহাদেশে বিস্মৃত হয়েছে। চট্টগ্রামের নগর পিতা আজম নাছির উদ্দিন এর ছায়াতলে বাংলাদেশ ছাত্রলীগের একঝাক কর্মী ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিরন্তর কাজ করে যাচ্ছে। আরিফ মইনূদ্দীন এর নিবেদীত কর্মীর সংখ্যা যত বৃদ্ধি পাবে রাজনীতির গুনগত মান ততই বৃদ্ধি পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল বাশার বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অতিতের সুনাম অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি তার রাজনৈতিক শিষ্য আরিফ মঈনুদ্দীনকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে চট্টগ্রামের সীমানা ছড়িয়ে জাতীয় ছাত্র রাজনীতিতে ভূমিকা রাখার আহবান জানান।
সংবর্ধিত অতিথি আরিফ মঈন উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মেধাবী রাজনীতি কর্মী সৃষ্টিতে কাজ করছেন। বাংলাদেশ ছাত্রলীগের সুনাম অক্ষুন্ন রেখে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।
সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য মাঈন উদ্দিন মেম্বার, মীরসরাই উপজেলা আওয়ামীলীগ নেতা নুর উদ্দিন ভূঁইয়া, সাহেরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল হোসেন রবি, উপজেলা যুবলীগ নেতা শাহাব উদ্দিন, সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান ছোটন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তিঃ